Saturday, February 05, 2011

Windows XP genuine করুন


১.   এই File download করুন এবং install করুন।
       








 
২.   ফাইলটি ডাবল ক্লিক করুন
৩..   আপনাকে জিজ্ঞাসা করবে “are you sure?” Tell It Yes.
এবার দেখুন আপনার Windows XP টা Genuine হয়ে গেছে

Friday, February 04, 2011

মোবাইল টু মোবাইল এবং ভিডিও কল করুন একদম ফ্রি ২৪ ঘন্টা

মোবাইল টু মোবাইল এবং ভিডিও কল করুন একদম ফ্রি ২৪ ঘন্টা


nokia E52 মোবাইল টু মোবাইল এবং ভিডিও কল করুন একদম ফ্রি...দিন রাত ২৪ ঘন্টা | Techtunesnokia 5630 মোবাইল টু মোবাইল এবং ভিডিও কল করুন একদম ফ্রি...দিন রাত ২৪ ঘন্টা | Techtunesnokia E72 মোবাইল টু মোবাইল এবং ভিডিও কল করুন একদম ফ্রি...দিন রাত ২৪ ঘন্টা | Techtunes
কি ভাই বিস্সাশ হচ্ছে না, এটাই সত্য আজ আপনাদেরকে মোবাইলে কিভাবে ফ্রি কল করতে হয় এবং যদি ভিডিও কল হয় তাহলে তো আরও মজার তাই না।এই ফ্রি মোবাইল টু মোবাইল এবং ভিডিও কল করতে যা যা লাগবে তা হচ্ছে..
(১) নকিয়া মোবাইল ফোন Symbian S60v2 এবং S60v3
* নকিয়া Symbian S60v2 ডিভাইস হলো..6600,6670,6630,6680,7610, 7710,9300,9500 ইত্যাদি ।
*নকিয়া Symbian S60v3 ডিভাইস হলো..3250,5500,E50,E60,E61,E90,N71,N73,N80,N82,N91,N92,N93,N95,N85,N96 ইত্যাদি ।
(২) মোবাইল ইন্টারনেট কানেকশন{গ্রামিন, একটেল, ওয়ারিদ, বাংলালিংক, সিটিসেল}
(৩) একটি সফটওয়ার{Fring}
কিভাবে কাজ করবে:
*প্রথমে আমাদেরকে Fring এই সফটওয়ারটি ডাউনলোড করতে হবে..
Symbian S60v2 এই মডেলের সেটের জন্য এখানে ক্লিক করে ডাউনলোড করুন File size 178.68 KB
http://www.ziddu.com/download/8448780/fringSymbian8.rar.html
Symbian S60v3 এই মডেলের সেটের জন্য এখানে ক্লিক করে ডাউনলোড করুন File Size 997.84 KB
http://www.ziddu.com/download/8448831/fringSymbian91.rar.html
* তারপর আমাদেরকে এই মফটওয়ারটি মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে এবং আপনি যার সাথে কথা বলবেন তার মোবাইল ফোনে ইনস্টল করতে হবে আথা’ত যার সাথে ফ্রি কথা বলতে চান তার সেটে এই মফটওয়ারটি ইনস্টল থাকতে হবে ।
* এই মফটওয়ারটি ওপেন করার সাথে সাথে registration করতে বলবে এখানে খেয়াল রাখতে হবে আপনি যেই নাম্বারটি দিয়ে registration করবেন সেই নাম্বারটিতে ফোন করতে হবে আথা’ত মনে করেন আপনি আন্য মোবাইলে কথা বলবেন ওই মোবাইলে যেই নাম্বারটি করা হয়েছে সেই নাম্বারে কল দিতে হবে
* মোবাইল ইন্টারনেট কানেকশন আবশ্যই থাকতে হবে ইন্টারনেট কানেকশন unlimited হলে ভালো হয় ।
* যাদের মোবাইল ফোন থ্রিজি এবং দুইটা ক্যমেরা তারা ভিডিও কল করতে পারবেন

VISA কার্ড হ্যাকিং এর আঁনাড়ি কিছু তথ্য ও ডাইনলোড

VISA কার্ড হ্যাকিং এর আঁনাড়ি কিছু তথ্য ও ডাইনলোড


ইহা এমন কোন কাজ নয় যে ক্লিক দিবেন আর হয়ে গেলেন ক্রোরপতি...ধাপে ধাপে এগুতে হবে...প্রথমেই পড়ুন:http://www.angelfire.com/biz/LKJHGFDSA/Visa.html
ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের টরেন্ট ডাইনলোড:http://thepiratebay.org/torrent/4046274/HACK_CREDIT_CARD_NUMBERS
আবারো ডাইনলোড:http://www.scribd.com/mobile/documents/19323570
আরও কিছু তথ্য:http://www.hackingnetflix.com/2005/08/netflix_has_our.html
কোন ভিড়িও ক্লিপ দেইনাই কেননা এটি বিরক্তিকর...ইউটিউবে সার্চ দিয়ে এগুলো সহজেই পেতে পারেন
মোবাইল ব্যবহারকারীরা http://www.tubidy.mobi থেকে ফ্রি ডাইনলোড করুন যে কোন ভিডিও ক্লিপস্...

youtube এর যে কনো ভিডিও ডাউনলোড করুন mp3 ফরমেটে কনো সোফটোয়্যার ছারা

youtube এর যে কনো ভিডিও ডাউনলোড করুন mp3 ফরমেটে কনো সোফটোয়্যার ছারা


youtube targeted youtube এর যে কনো ভিডিও ডাউনলোড করুন mp3 ফরমেটে কনো সোফটোয়্যার ছারা | Techtunesআমার মত যারা গান প্রেমী মানুষ আছে তারা অনেকটা সময় ঘুরে বেরায় প্রিয় গানটি নিজের করে রাখতে। অনেক পুরনো গান আছে যেগুলো সাধারনত পাওয়া যায় না, বিশেষ করে ইংলিশ গান গুলো। কিন্তু youtube এর বিশাল ভান্ডারে পাওয়া যায় না এমন গান কম ই আছে। কিন্তু এখানে পেলেও সব ভিডিও দেখে অনেকটা আমার মত হতাশ। কারন যারা প্রোগরামিং করেন তাদের পিসিতে কনো ভাবেই লোড দেয়া যায় না। তাই ভিডিও চালিয়ে রাখা তো পসিবল ই না। তাই আজকে মজার একটা ট্রিক্স নিয়ে আসলাম। youtube থেকে কনো সোফটয়্যার ছারাই এখন থেকে mp3 ফরমেটে।
icon smile youtube এর যে কনো ভিডিও ডাউনলোড করুন mp3 ফরমেটে কনো সোফটোয়্যার ছারা | Techtunes
চলুন শুরু করি-
১। প্রথমে আপনার কাংখিত youtube ভিডিও টি বের করুন যেটা আপনে ডাউনলোড করতে চান।
২। তারপর ভিডিও অন হলে উপরের লিংক টা কপি করুন নিচের ছবিতে মার্ক করে দিলাম
0011 youtube এর যে কনো ভিডিও ডাউনলোড করুন mp3 ফরমেটে কনো সোফটোয়্যার ছারা | Techtunes
৩। এখন এখানে ক্লিক করে এই সাইটে ঠুকে যেই লিংকটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দিন আগের একটা বাই ডিফল্ট লিংক থাকবে সেটা মুছে দিন। তারপর Convert এ ক্লিক করুন নিচের ছবির মত।
002 youtube এর যে কনো ভিডিও ডাউনলোড করুন mp3 ফরমেটে কনো সোফটোয়্যার ছারা | Techtunes
৪। কনভার্ট শেষ হলে নিচের ছবির মত দেখা যাবে। ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। কনভার্ট হতে ৩/৪ মিনিট লাগে একটা ৫মিনিটের গান।
003 youtube এর যে কনো ভিডিও ডাউনলোড করুন mp3 ফরমেটে কনো সোফটোয়্যার ছারা | Techtunes

Thursday, February 03, 2011

RAPID SHARE থেকে যে কনো ফাইল ফ্রী ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্টের মত (১টি ক্লিকে ১৪টি সোফটওয়্যার)

RAPID SHARE থেকে যে কনো ফাইল ফ্রী ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্টের মত (১টি ক্লিকে ১৪টি সোফটওয়্যার)


রেপিড শেয়ার থেকে প্রিমিয়াম স্পিড এ ডাউনলোড করার জন্য এগুলো ইউস করতে পারেন, এখানে ১৪টি সোফট দিলাম। এগুলো ইউস করলে প্রিমিয়াম একাউন্ট না থাকলেও সেভাবে ডাউনলোড করতে পারেন একদম ফ্রী ফ্রী। আসা করি সবার ভালো লাগবে। সাইজ ও ছোট আছে তাই প্রবলেম হবে না। মত্র ৩৪ মেগা সব গুলো এক বারে ডাউনলোড করতে মাত্র ১টি ক্লিক ই ইনাফ।

AIO Contains:
01. RapidShare Leecher 2007 2.0
02. Rapidshare Auto Downloader 3.7.1
03. Rapidshare Queuer 2.2
04. Rapidshare Search Tool 2.3
05. RapidShare Downloader 1.4
06. Rapidshare Mass Downloader 1.0
07. FreeRapid Downloader 0.83 Build 522
08. RapidBIT 1.2
09. RapidAssist 1.0.0
10. RapidWareX 1.2.1
11. RapidZuca 1.1
12. RSDownloader 2.3
13. Rapget.RS 1.0.4.1
14. Rapid Media Server 0.5.5.0
ডাউনলোড করুন

SPEED UP KORUN>>> আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে?

SPEED UP KORUN>>> আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে?


 আপনে হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে। এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট কারা জন্য রিসার্ভ করে রাখে, সেই জন্য আপনি বন্চিত হচ্ছেন ২০% কানেক্শন থেকে।কি আজব তাই না? তবে Microsoft আমাদেরকে বোকা মনে করলেও আমরাতো এত বোকা না, তাই না?
তাহলে চলেন, ফিরিয়ে আমি ২০% ব্যান্ডউইড।
১। Click – Run
Type – gpedit.msc
২। তারপর group policy editor অপেন হবে. তারপর এখানে যান -
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler
৩।এখন ডান পাশে খেয়াল করুন এখানে ডাবল ক্লিক করুন “Limit Reservable bandwidth”. এখানে দেয়া আছে “is not configure”
এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন “ENABLE reservable bandwidth” এখন 0 দিয়ে দিন . তাহলে আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবে না। সব বন্ধ করে বের হয়ে আসুন। নিভের ছবি দেখুন আরো ক্লিয়ার লাগবে।
641832a87f6eb354ba2e68526eca15bb আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে? | Techtunes
কাজ হয়ে গেছে,সাবাই ভালো থাকুন পাশে থাকুন।
এযপলেইনে গেলে নিচের ছবির মত দেখতে পারবেন, ওখানেই সব বলা আছে, তাই আমাকে না বিশ্বাষ করলেও ওখানে দেখে নিতে পারেন।
e4d3986264f97ae985f39b4f4c7da11a আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে? | Techtunes

যাদু শিখুন -০১ (ছবির মাঝে লুকিয়ে রাখুন ফাইল,কনো SOFTWARE লাগবে না)

যাদু শিখুন -০১ (ছবির মাঝে লুকিয়ে রাখুন ফাইল,কনো SOFTWARE লাগবে না)


মনে করেন যেকনো একটি ছবির মাঝে যদি লুকিয়ে রাখুন আপনার যেকনো ফাইল, কেমন হবে?তাও আবার মাত্র ১মিনিটে।তাও আবার কনো সোফটওয়ার ছারা।সেই ফাইল আপনে ছারা কেউ দেখবে না সবাই ক্লিক করে অপেন করলে নরমাল ছবিটা দেখবে।কি মনে করছেন আমার মাথার তার ছিরে গেছে?
ওকে চলেন তাহলে দেখি কাহিনিটা কি—►
|
|
নোট:-
মনে করেন আমি যেই ফাইলটা লুকাবো তার নাম idman.exe আর যেই ছবিটার মাঝে লুকাবো তার নাম দিলাম pudina.jpg
১। এখন idman.exe ফাইলটা রাইট ক্লিক করে add to archive দিন নতুন window আসবে ওখানে archive name এ লিখুন
idman.exe.rar
তারপর OK দিন।
২।run এ যান টাইপ করুন আপনার ফাইল এর লোকেসন। যেমন আমার ফাইলটা আছে D drive এ, তাই আমি লিখবো D: লিখে enter দিন
৩। এখন লিখুন -
copy /b pudina.jpg + idman.exe.rar pp.jpg
লিখে enter দিন।
৪। এখন খেয়াল করুন একটা ফাইল create
হয়েছে। D drive এ নাম pp.jpg এটাই হলো আপনার সেই ছবি, এটার ভিতরে idman ফাইলটা লুকানো আছে। যে কেউ অপেন করলে ছবি দেখবে কিন্তু আপনে শুধু দেখবেন আসল ফাইলটা।কিভাবে? রাইট ক্লিক করে open with এ ক্লিক করে winrar দিয়ে অপেন করুন।
নোট:- pp.jpg ফাইলটা রেখে ঐ ২টা ফাইল মুছে ফেলুন।

Windows er kiso Run command

Windows er kiso Run command




একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl
একসেসিবিলিটি উইজার্ড – accwiz
এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
এডমিনিষ্ট্রিটিভ টুলস – control admintools
অটোমেটিকস আপডেট – wuaucpl.cpl
ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড – fsquirt
ক্যালকুলেটর – calc
সার্টিফিকেটস – certmgr.msc
ক্যারেকটার ম্যাপ – charmap
চেক ডিক্স (ডস) – chkdsk
ক্লিপবোর্ড ভিউয়ার – clipbrd
কমান্ড প্রোম্পট – cmd
কম্পোনেন্ট সার্ভিস – dcomcnfg
কম্পিউটার ম্যানেজমেন্ট – compmgmt.msc
কন্ট্রোল প্যানেল – control
ইউজার একাউন্টস – control userpasswords2
ডেট এন্ড টাইমস – timedate.cpl
ডি.ডি.ই শেয়ার্স – ddeshare
ডিভাইস ম্যানেজার – devmgmt.msc
ডাইরেক্ট এক্স – dxdiag
ডিক্স ক্লিনআপ – cleanmgr
ডিক্স ডিফ্রাগমেন্ট – dfrg.msc
ডিক্স ম্যানেজমেন্ট – diskmgmt.msc
ডিক্স পার্টিশন ম্যানেজার – diskpart
ডিসপ্লে প্রোপার্টিস – control desktop
ডিসপ্লে প্রোপার্টিস – desk.cpl
ড: ওয়াটসন ফর উইন্ডোজ – drwtsn32
ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার – verifier
ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল – migwiz
ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল – sigverif
ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
ফোল্ডার প্রোপার্টিস – control folders
ফন্টস – control fonts
ফন্টস ফোল্ডার – fonts
গেম কন্ট্রোলারস – joy.cpl
গ্রুপ পলিসি এডিটর – gpedit.msc
হেল্প এন্ড সাপোর্ট – helpctr
হাইপারটার্মিনাল – hypertrm
আই.এক্সপ্রেস উইজার্ড – iexpress
ইনডেক্সসিং সার্ভিস – ciadv.msc
ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড – icwconn1
ইন্টারনেট এক্সপ্লোরার – iexplore
ইন্টারনেট প্রোপার্টিস – inetcpl.cpl
কীবোর্ড প্রোপার্টিস – control keyboard
লোকাল সিকিউরিটি সেটিংস – secpol.msc
লোকাল ইউজারস এন্ড গ্রুপস – lusrmgr.msc
উইন্ডোজ লগঅফ – logoff
মাইক্রোসফট চ্যাট – winchat
মাইক্রোসফট মুভি মেকার – moviemk
এমএস পেইন্ট – mspaint
মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল – mobsync
মাউস প্রোপার্টিস -control mouse
মাউস প্রোপার্টিস – main.cpl
নেট মিটিং – conf
নেটওয়ার্ক কানেকশনস – control netconnections
নেটওয়ার্ক কানেকশনস – ncpa.cpl
নেটওয়ার্ক সেটআপ উইজার্ড – netsetup.cpl
নোটপ্যাড – notepad
অবজেক্ট পেজ মেকার – packager
ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর – odbccp32.cpl
অন স্ক্রিন কীবোর্ড – osk
আউটলুক এক্সপ্রেস – msimn
এমএস পেইন্ট – pbrush
পাসওয়ার্ড প্রোপার্টিস – password.cpl
পারফরমেন্স মনিটর – perfmon.msc
পারফরমেন্স মনিটর – perfmon
ফোন এন্ড মডেম অপশনস – telephon.cpl
ফোন ডায়ালার – dialer
পাওয়ার কনফিগারেশন – powercfg.cpl
প্রিন্টারস এন্ড ফ্যাক্স – control printers
প্রিন্টারস ফোল্ডার – printers
রিজিউনাল সেটিংস – intl.cpl
রেজিষ্ট্রি এডিটর – regedit
রেজিষ্ট্রি এডিটর – regedit32
রিমোট একসেস ফোনবুক – rasphone
রিমোট ডেক্সটপ – mstsc
রিমুভাল স্টোরেজ – ntmsmgr.msc
রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট – ntmsoprq.msc
রেজাল্টেন্ট সেট অপ পলিসি – rsop.msc
স্ক্যানার এন্ড ক্যামেরা – sticpl.cpl
শিডিউল টাস্ক – control schedtasks
সিকিউরিটি সেন্টার – wscui.cpl
সার্ভিসেস – services.msc
শেয়ার্ড ফোল্ডার – fsmgmt.msc
উইন্ডোজ শার্ট ডাউন করা – shutdown
সাউন্ডস এন্ড অডিও – mmsys.cpl
সিস্টেম কনফিগারেশন এডিটর – sysedit
সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি – msconfig
সিস্টেম ইনফোমেশন – msinfo32
সিস্টেম প্রোপার্টিস – sysdm.cpl
টাস্ক ম্যানেজার – taskmgr
টিসিপি টেষ্টার – tcptest
টেলনেট ক্লাইন্ট – telnet
ইউজার একাউন্ট ম্যানেজার – nusrmgr.cpl
ইউটিলিটি ম্যানেজার – utilman
উইন্ডোজ এড্রেস বুক – wab
উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি – wabmig
উইন্ডোজ এক্সপ্লোরার – explorer
উইন্ডোজ ফায়ারওয়াল – firewall.cpl
উইন্ডোজ ম্যাগনিফায়ার – magnify
উইন্ডোজ ম্যানেজমেন্ট – wmimgmt.msc
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার – wmplayer
উইন্ডোজ ম্যাসেঞ্জার – msmsgs
উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস – syskey
আপডেট লাঞ্চ – wupdmgr
উইন্ডোজ ভার্সন – winver
উইন্ডোজ এক্সপি টুর – tourstart
ওয়ার্ড প্যাড – write

MSN/HOTMAIL এর ফেক মেসেন্জার দিয়ে ID ও PASSWORD হ্যাক করুন ১ মিনিটে

MSN/HOTMAIL এর ফেক মেসেন্জার দিয়ে ID ও PASSWORD হ্যাক করুন ১ মিনিটে


অনেক দিন যাবত ভাবছিলাম হ্যাকিং নিয়ে লিখবো লিখা হয়ে উঠে না, হ্যাকিং এর হোফট ও শেয়ার করা হয় না সাইজ বড় দেখে. হটাত করে পিচ্ছি একটা সোফট এর কথা মনে পরলো তাই ভাবলাম এটা ছোট আছে বেশী কিছু লিখতে হবে না তাই বসে পরলাম আরকি। ট্রাস্ট মি সামনে ভালো কিছু নিয়ে হাজির হবো আরেকটু সময় দিন যারা আমার হ্যাকিং টিউনের জন্য ওয়েট করছেন। আজকের টিউনটা জাস্ট প্রথম স্টেপ এটা খুব নরমাল টাইপের হ্যাকিং। যাই হোক .

টিউন কনফিগারেশন:-

|——————————————————|
| ইউসার লেভেল – বিগিনার লেভেল
| ডিফিকাল্টি – 00%
| এখান থেকে ডাউনলোড করুন (৪০০কেবি)
|ডাউনলোডের করতে পাসওয়ার্ড হলো – pudinapata
|——————————————————|

দেখুন কিভাবে কাজ করতে হবে

১। সোফটওয়্যার টা ডাউনলোড করুন অপেন করুন নরমালি লগ ইন করুন পাসওয়ার্ড ও আইডি দিয়ে সাইন ইন এ ক্লিক করুন দেখবেন একটা এরর মেসেজ দিবে ঐটা বাদ দিন ২নং পয়েন্ট দেখুন
001 MSN/HOTMAIL এর ফেক মেসেন্জার দিয়ে ID ও PASSWORD হ্যাক করুন ১ মিনিটে (আনারি হলেও পারবেন) | Techtunes
২। খেলা ফাইনাল হয়ে গেছে হ্যাকিং সেষ হয়ে হয়ে গেছে। মজা মজা মজা নেন। এবার আপনে C ড্রাইভের Program Files এ গিয়ে দেখুন folder.log নামের একটা ফাইল আছে সেটা অপেন করে দেখুন যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা সেখানে সেভ হয়ে গেছে।

নোট

কাজটা শুধু মাত্র আপনার পিসিতে কেউ বসলে করতে পারবেন, মানে আপনার পিসিতে কেউ যদি এটা ইউস করে তাহলে তার পাসওয়ার্ড আপনে পেয়ে যাবেন। আগে আরেকটা অপশন ছিলো ইয়াহু বা এম, এস, এন মেসেন্জারে চ্যাট করার সময় যদি কাউকে এই ফাইল টা দেয়া হতো তাহলে সে যেই পাসওয়ার্ড দিবে সেটা আপনার পিসিতে সেভ হবে, এখন ইয়াহু সিকুরিটি অনেক হাই করেছে তাই হয় না, ট্রাই করে দেখতে পারেন, হলে জানাবেন। তবে কনো সাইবার কেফে গিয়ে এটা দিয়ে আসতে পারেন পরের দিন গিয়ে দেখবেন কত কত আইডি ও পাস পেয়ে গেছেন হাহাহাহাহাহাহহা।
সবাই ভালো থাকুন, ভুল হয়ে থাকলে মাফ। হিহি।

১৩১টি ভিডিও টিউটোরিয়াল লিনাক্স এর ব্যাবহার ও ট্রিকক্স নিয়ে (ওস্তাদ এবার চা খেতে খেতে শিখে ফেলুন লিনাক্স)

১৩১টি ভিডিও টিউটোরিয়াল লিনাক্স এর ব্যাবহার ও ট্রিকক্স নিয়ে (ওস্তাদ এবার চা খেতে খেতে শিখে ফেলুন লিনাক্স)


ওস্তাদ হয়ে যান এবার আপনে, সবাই যখন অপেনসর্স নিয়ে এত মাতামাতি করছে আপনে কেনো পিছিয়ে থাকবেন তাই না? আর অপেনসর্স এর প্রতি নিজের ভালোবাসাটা এবার প্রকাশ করুন লিনাক্স গুরু হয়ে। আর নয় চিন্তা এসে গেছি আমি এবার লিনাক্স এর বিশাল কালেক্শন নিয়ে। আসা করি সবার ভালো লাগবে। না লেগে তো উপাই নাই বস।.আপনারা আর কি ধরনের টিটরিয়াল চান সেটা আমাকে জানান, আসা করি সব ই দিতে পারবো
Wind River brings out their latest platform Linux 4 ১৩১টি ভিডিও টিউটোরিয়াল লিনাক্স এর ব্যাবহার ও ট্রিকক্স নিয়ে (ওস্তাদ এবার চা খেতে খেতে শিখে ফেলুন লিনাক্স) | Techtunes
ভিডিও দেখার নিয়ম:-
নিচে প্রতিটা চেপ্টার দিলাম। ১ থেকে ১৩১টি। আপনার যেটা দরকার সেটায় ক্লিক করুন পরে একটা পেজ আসবে সেখানে প্লে চিন্হতে ক্লিক করলেই ভিডিও শুরু হয়ে যাবেন। নিচের ছবিটি দেখুন। যেখানে মার্ক করা সেখানে ক্লিক করলেই ভিডিও শুরু হবে।
untitled1 ১৩১টি ভিডিও টিউটোরিয়াল লিনাক্স এর ব্যাবহার ও ট্রিকক্স নিয়ে (ওস্তাদ এবার চা খেতে খেতে শিখে ফেলুন লিনাক্স) | Techtunes

Video Tutorials

চলুন শুরু করি

  1. An Introduction to Screencasting in Linux
  2. Encoding Screencasts in Linux with MEncoder
  3. An Introduction to C++ on Linux with Hello World
  4. Installing Windows Games in Linux – Part 1
  5. Installing Windows Games in Linux – Part 2
  6. An introduction to C++ strings and const on Linux
  7. Intro to remote command line (linux)
  8. Intro to remote command line part 2
  9. Make a MiniCD
  10. Do a mini-install of Ubuntu.
  11. MD5 GUI widget for Linux – get Hash with right click
  12. Setup of a torrent on a home box behind a nat router.
  13. Create a Hackergotchi with the Gimp
  14. openThinClient tutorials
  15. Alias Commands
  16. DVD Menus With DVDStyler
  17. Cinelerra Video Editing
  18. Cinelerra basic video editing
  19. Cinelerra Video Effects
  20. Cinelerra video effect pt2
  21. Using Nautilus as Adminitrator
  22. Tunar as administrator
  23. XFCE Desktop Shortcuts
  24. Intro To PDFMod part-1
  25. PDF Mod Intro-2
  26. PDFMod Drag n Drop
  27. Stop Default Keyring pt1
  28. Stop Default Keyring pt2
  29. Intro to remote command line (linux)
  30. Intro to remote command line part 2
  31. Installing PCLinuxOS
  32. Re-install, with a specific purpose for system, use PCLinuxOS to build Linux From Scratch
  33. An Introduction to Screencasting in Linux
  34. Encoding Screencasts in Linux with MEncoder
  35. TaskPaper
  36. Alexandria
  37. Pidgin
  38. Notecase
  39. Notecase Encryting a File
  40. ogg to mp4 conversion using VLC
  41. Raggle
  42. Web apps I constantly recur to.
  43. Gnome Deskbar
  44. Project Euler
  45. graphic: tranparent background with GIMP (English)
  46. Text around a circle
  47. Quick Gel Button
  48. The Bevel Tool
  49. Pool-Balls
  50. Showmedo: How to publish your email address in a spam-proof way (English)
  51. Introduction to Scribus
  52. Inserting Text
  53. Inserting an Image
  54. Text Around Image Pt1
  55. Text Around Image Pt2
  56. layers In Scribus
  57. Levels Within Scribus
  58. Styles
  59. Drop Cap Style
  60. Scribus PDF Forms
  61. Scribus Attaching Text To a path
  62. Scribus Using Scalable Vector Graphics
  63. Scribus multiple columns and svg images
  64. Scribus Coloured Text Boxes
  65. Scribus Converting Shapes
  66. Scibus Tables
  67. Scribus Templates
  68. Text Over Images
  69. Text Around Image pt3
  70. Text Around Image pt4
  71. Links in a Scribus Document
  72. Generating a Table of Contents
  73. Scribus Text Effects
  74. Scribus Calendar Wizard
  75. cribus Working With OpenOffice Documents
  76. ips On Importing Writer Documents
  77. inking Text Boxes
  78. Manipulating Shapes
  79. Drop Caps Re-Visited
  80. Scribus Gradient Text Effect
  81. Text To Outlines
  82. Scribus-ScrapBook
  83. Outlines and Scrapbook a Practical Example
  84. Scribus Templates
  85. Scribus-Blender-Overview
  86. Scribus-Blender-Intro
  87. Scribus-Blender-Interface
  88. SCribus-Managing-3D-Objects
  89. Scribus-Blender-Mesh-Modelling
  90. Scribus-Blender-Button-Window
  91. Background to transparency
  92. 7-zip compress files
  93. 7-zip file extraction
  94. 7-zip copy a file
  95. 7-zip look and feel
  96. 7-zip Copy and Rename To Archive
  97. 7-zip Copying Files to Your Computer
  98. 7-zip Creating an SFX File
  99. Using 7-zip in Linux
  100. Creating a 7zip File Using The Terminal
  101. Unzipping a 7zip file using the command line
  102. 7 zip Split
  103. Preparing for Screencasting
  104. Giving Your Screencast
  105. Shell Basics 1
  106. Shell Basics 2
  107. Shell Basics 3
  108. Shell Basics 4
  109. Shell Basics 5
  110. Shell Basics 6
  111. Shell Basics 7
  112. Shell Basics 8
  113. Shell Basics 9
  114. Shell Basics 10
  115. Shell Basics 11
  116. Shell Basics 12
  117. Shell Basics 13
  118. An Overview of the First OpenMoko Phone
  119. Common Part
  120. Theoretical Episode – UNIX and GNU
  121. Practical Episode – User Interface Basics
  122. Practical Episode – Installation using the LiveCD
  123. Pracitcal Episode – Package Management
  124. Theoratical Episode – Linux and GNU
  125. Installing Windows Games in Linux – Part 1
  126. Installing VMWare on Windows
  127. Running Knoppix Linux on Windows inside VMWare
  128. Installing Windows Games in Linux – Part 2
  129. Network File-sharing Tutorial
  130. Connecting to a Windows or Samba Printer
  131. Debugging Makefiles with remake

কম্পিউটারে ইন্সটল করা ড্রাইভার গুলো ব্যাকআপ রাখুন ছোট্ট একটি ফ্রিওয়্যার সফটওয়্যার দ্বারা।

কম্পিউটারে ইন্সটল করা ড্রাইভার গুলো ব্যাকআপ রাখুন ছোট্ট একটি ফ্রিওয়্যার সফটওয়্যার দ্বারা।


আপনার কম্পিউটারে কষ্ট করে অনেক ড্রাইভার হয়তো আপনি ইন্সটল করে থাকেন কিন্তু উইন্ডোজ ফরমেট বা রি-ইন্সটলের পর তা হারাতে হয় আবার কষ্ট করে কম্পিউটারের জন্য বিভিন্ন ড্রাইভার ইন্সটল করতে হয় আর এর জন্য অনেক জামেলা পোহাতে হয়। যেমন আপনার কম্পিউটারে ইন্সটল করা স্ক্যানার, প্রিন্টার, মডেম, গ্রাফিক্স, অডিও ইত্যাদি ড্রাইভার গুলো যদি ব্যাকআপ রাখুন পরবর্তীতে কম্...পিউটার রি-ইন্সটলের পর তা আবার রিস্টোর করতে পারবেন।
এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ডাবল ড্রাইভার নামক ফ্রিওয়্যার সফটওয়্যার’টি।
ডাউনলোড লিঙ্কঃ  http://www.mediafire.com/?odbz36it4719d81
  • Download Double Driver এখান থেকে সফটওয়্যার’টি ডাউনলোড করতে পারেন। এটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, সেভেনে চালানো যাবে।
  • এটি পোর্টেবল আকারে তাই ইন্সটল করার যামেলা নেই, ডাউনলোড করার পর Scan current System এ ক্লিক করার পর আপনার কম্পিউটারে ইন্সটল করা ড্রাইভার গুলো দেখতে পাবেন এবং ব্যাকআপ রাখতে পারবেন।
  • পরবর্তীতে ব্যাকআপে রাখা ড্রাইভারগুলো রিস্টোর করতে সফটওয়্যারের রিস্টোর বাটনে ক্লিক করে ব্যাকআপে রাখা ফোল্ডার’টি দেখিয়ে দিন এবং রিস্টোর করে নিন।
  • সবশেষে সবাইকে ধন্যবাদ ।

15 মিনিট এ XP live সিডি তৈরি করুন …

15 মিনিট এ XP live সিডি তৈরি করুন …


অনেক সময় দেখা যায় HDD নষ্ট / boot fail হয়ে যায় .
তখন তাৎখনাত ভাভে XP live সিডি ব্যাবহার করতে পারেন ।
যা যা প্রয়োজনীয় :
=>pebuilder3110a1.exe,যা downloaded করতে পারবেন
ftp://dl.xs4all.nl/pub/mirror/nu2files/pebuilder3110a.exe থেকে ।
=>Plugins: xpe-1.0.7.cab (the GUI shell) যা downloaded করতে পারবেন
http://download392.mediafire.com/vplbdz7nezrg/imynn4xlxiz/XPE+1.0.7.cab থেকে ।
=>Nero Burning RA
=>একটি XP ( CD bootable)
XP live সিডি তৈরি করা যাবে নিচের নিয়ম এ :
=>pebuilder3110a1.exe Download এবং install করুন ।
=>wallpaper এর জন্য C:\pebuilder3110a\bartpe.bmp এ একটি বসিয়ে দিন
বা default XP wallpaper বের করুন C:\WINDOWS\Web\Wallpaper\bliss.bmp. থেকে ।
=>pebuilder চালু করে XP ( CDbootable) browse করে দিন
=>Plugins থেকে add Plugins দীয়ে xpe-1.0.7.cab দীয়ে disable nu2shel করে দিন ।
=> ISO image file এর স্থান থিক করে দিয়ে click Build. click দিন
=>ISO image file তৈরি হওয়ার পর CD তে burn করুন ।
ব্যাস হএয়া গেল XP live সিডি তৈরি ।

মেমোরি কার্ডের বা পেনড্রাইভের ফাইল UNHIDE KORA

মেমোরি কার্ডের বা পেনড্রাইভের ফাইল UNHIDE KORA


পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

উইনডোজ ৭ এর স্টার্ট বাটন চেঞ্জ করুন ফ্রী…!!

উইনডোজ ৭ এর স্টার্ট বাটন চেঞ্জ করুন ফ্রী…!!


এর আগের পোষ্টে ভাইরাস বানানোর কোড দিয়েছিলাম। এবার আসলেই একটি সুন্দর সফট দিচ্ছি।
আজকাল অনেকেই উইন৭ ইউজ করেন। যারা এর ডিফল্ট স্টার্ট বাটন দেখে দেখে বিরক্ত তাদের জন্যই এই সফট। "উইন ৭ স্টার্ট বাটন চেঞ্জার" নামের ৭০০ কিলোবাইটের ছোট্ট এই সফট দিয়ে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন স্টার্ট বাটন। প্রথমেই এখান থেকে সফটটি ডাউনলোড করুন ঃ http://www.thewindowsclub.com/windows-7-start-button-changer-released
এরপর এক্সট্র্যাক্ট করে .exe ফাইলটিতে রাইট ক্লিক করে ' run as administrator' এ ক্লিক করুন।ওপেন হওার পর দেখবেন 'select & change start button' লেখার পাশে স্টার্ট বাটনের লোগো আছে। ওইটাতে ক্লিক করে আপনার ইচ্ছা মত বাটন সিলেক্ট করুন। ব্যাস হয়ে গেল। এই সফটের সাথে ১০ টি স্যাম্পল বাটন দেয়া আছে। আর গুগল মামার কাছে আবদার করলে আরও হাজার হাজার বাটন দিয়ে দিবে।

কম্পিউটার হ্যাং হবার ১২টি কারণ সমন্ধে জেনে নিন।

কম্পিউটার হ্যাং হবার ১২টি কারণ সমন্ধে জেনে নিন।


সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। কম্পিউটার হ্যাং হয় নাই এমন লোক আছে বলে আমার মনে হয় না। আর যদি কেউ দাবি করে তার কম্পিউটার হ্যাং হয় নাই তাহলে আমার মতে হ্যাং কি তাই সে জানে না। আজকে আপনাদের কম্পিউটার হ্যাং হবার সাধারণ কয়েকটা কারণ সম্পর্কে জানাব। আশা করি আপনারা উপকৃত হবেন। আর কথা বাড়াব না। এখন আসল কথায় আসি।

হ্যাং বলতে কী বুঝায়?

আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলব।

কম্পিউটার হ্যাং হবার কারণ

  • কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
  • কম্পিউটার র‌্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র‌্যাম অঞ্চলে। আর এই র‌্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
  • কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।
  • প্রসেসরের কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে কম্পিউটার হঠাৎ করে হ্যাং হতে পারে এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরো ঠিক নাও হতে পারে। কেননা কম্পিউটারের সকল কাজ করে তাকে প্রসেসর।
  • অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলেঃ- এছাড়া অন্য কোনো হার্ডওয়্যার কানেকশন অথবা হার্ডওয়্যারে সমস্যা তাকলে কম্পিউটার হ্যাং হতে পারে।
  • অপারেটিং সিস্টেমে ত্রুটি তাকলেঃ- অপারেটং সিস্টেমে ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল কেটে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
  • কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেঃ- সাধারণত এই কারণেই কম্পিউটারে বেশী হ্যাং হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়।
  • অনেক প্রোগ্রাম একসাথে চালু করলেঃ- হ্যা এটার কারণে সবচেয়ে বেশী কম্পিউটার হ্যাং হয়। মনে করেন আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ ১২৮ কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে হ্যাং হওয়াটাই স্বাভাবিক। কেননা তখন কম্পিউটার র‌্যাম ফোল হয়ে যাবে।
  • হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালেঃ- আপনার কম্পিউটার র‌্যাম যদি কম হয় কিন্তু আপনি যদি হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালান তাহলে কম্পিউটার হ্যাং হয়ে তাকে কেননা তখন র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায়।
  • হাই গ্রাফিক্স সম্পন্ন সফটওয়্যার ব্যাবহার করলেঃ- কম্পিউটার গেইম এর পাশাপাশি কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব উচ্চ গ্রাফিক্স সম্পন্ন। যা সাধারণ কম র‌্যাম ও কম প্রসেসরের ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে চালনা করলে কম্পিউটার হ্যাং হয়।
  • কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলেঃ- এই বিষয়ে আমি এই টিউনে বলেছিলাম। কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে তাকলে ঐ সব ফাইল নিয়ে কাজ করতে কম্পিউটারের অনেক বেশী সময় লাগে। যার করণে কম্পিউটার হ্যাং হয়।
  • কম্পিউটারে  অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করলেঃ- হ্যা আমরা ভাইরাস হতে মুক্তি লাভের আশায় এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু অনেক সময় কম্পিউটারের মানের কথা না ভেবেই উচ্চ ক্ষমতা ও উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করে তাকি যার কারণে কম্পিউটার হ্যাং হয়।

এন্টিভাইরাস কালেকশন !!! ডাউনলোড করুন লেটেস্ট সব এন্টিভাইরাস সিরিয়াল কী’সহ

এন্টিভাইরাস কালেকশন !!! ডাউনলোড করুন লেটেস্ট সব এন্টিভাইরাস সিরিয়াল কী’সহ


কম্পিউটার ভাইরাস সবার কাছেই বিরক্তিকর একটা জিনিস, সবাই চায় তার কম্পিউটার’টি কে ভাইরাস মুক্ত রাখতে আর সে জন্য ব্যাবহার হয় এন্টিভাইরাস। এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো কিছু এন্টিভাইরাস সিরিয়াল কী’সজ যা দ্বারা আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে পারেন।

১) Eset NOD32 Antivirus 4.2.67.10

ডাউনলোড: http://www.mediafire.com/?jcp381422rx with reg (anty virus 2011)
ডাউনলোড:http://www.mediafire.com/?s87a28t8gxnlmka(internet security)
সিরিয়াল কী: http://www.ziddu.com/download/7160347/keys.zip.html

২) Norton Antivirus 2011

ডাউনলোড: http://www.mediafire.com/?oudbp02bsi3l25g (with  license)


৩) McAfee System protection 2011 with activation key
ডাউনলোড: http://www.mediafire.com/?pyvynltcny68e4c
ডাউনলোড:http://www.mediafire.com/?pyvynltcny68e4c (reg key)

৪) Kaspersky Internet security 2011 full with including Key

ডাউনলোড: http://www.mediafire.com/?gdmik2j3ozz] (with  key)

৫) Avast professional Edition  5.0.677  with Activation key

ডাউনলোড: http://www.mediafire.com/?l9syx4pe7ujbg1e (with reg 2012)

৬) Avira Antivir Personal 8.2.0.370. full with include key

ডাউনলোড: http://www.mediafire.com/?nabzuzlmdyo (with key )

৭) Avg 8.0.200. Antivirus full with activation key

ডাউনলোড: http://www.mediafire.com/?xjl0q0y0mu3 (with key)
ডাউনলোড: http://www.mediafire.com/?mowitj2zlyt

৮) BitDefender Total Security 2011 Build 13.0.15.297 With Activation key

ডাউনলোড: http://www.mediafire.com/?1yyfgmbdilblhr0 (with patch)

৯) Quick Heal AntiVirus Plus 2011 with activation key

ডাউনলোড: http://www.mediafire.com/?f57c9dyr54edl48 (with key)
১0 ) symantec antivirus 2011
ডাউনলোড::
http://www.mediafire.com/?5v979pkixmjfidv

১১
)Cobra internet Security 2011
ডাউনলোড: http://www.mediafire.com/?ynxgjntyik
)G DATA TotalCare 2011
ডাউনলোড: http://www.mediafire.com/?5v979pkixmjfidv
৩) Panda internet security 2011
ডাউনলোড: http://www.mediafire.com/?nmu2fyxmy3j
কোন প্রকার সমস্যা হলে জানাবেন চেষ্টা করবো সাহায্য করতে।

পেনড্রাইভ মেমোরী কার্ড ভাইরাস মুক্ত রাখুন

পেনড্রাইভ মেমোরী কার্ড ভাইরাস মুক্ত রাখুন


এই কমান্ডটা মূলত পেনড্রাইভ বা মেমোরি কার্ডের জন্য যেগুলোতে ভাইরাসের কারনে সব ফাইল হিডেন হয়ে যায়। ফলে প্রকৃত ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে থাকে এবং ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়। এটা থেকে বাঁচার উপায় কি ? আমাদের মধ্যে অনেকেই জানেন না এই কাজটা অতি দ্রুত এবং সফল ভাবে DOS কমান্ডের মাধ্যমে করা যায়—প্রথমে run>cmd>enter এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর এড্রেস [এটা I: , J:, K: L:হতে পারে] টাইপ করুন। উদাহরনঃ ধরুন আমার পেনড্রাইভ L তাহলে আমার কামান্ডটা হবে নিচের মতো—
প্রথমে লিখুন L: এটা লিখে এন্টার দিন তাহলে আপনার পেনড্রাইভ সিলেক্ট হলো এবার ঝটপট কমান্ড লিখে এন্টার দিন।
attrib -s -r -h -a /s /d
কমান্ড টা দেখতে হবে এরকম
L:\>attrib -s -r -h -a /s /d
আপনার কাজ হয়ে যাবে পুরোপুরি যদি সেটা ভাইরাস মুক্ত পিসি হয় তাহলে!

এক্সপি তে লুকানো প্রোগ্রাম!!!!!!

এক্সপি তে লুকানো প্রোগ্রাম!!!!!!


আপনারা শুনলে অনেকে আবাক হবেন যে এক্সপি আনেক গুলো ভাল ভাল PROGRAM নিজের কাছে রেখে দেয় কিন্তু কেন রাখে তা জানিনা।কিন্তু শুনে খুশি হবেন যে ওই  PROGRAM গুলো ও বের করে আনা যায়। আসুন দেখি PROGRAM গুলো কি কি? এবং কি ভাবে বের করা যায়।

Private Character Editor

এটা দিয়ে ফন্ট EDIT করা যায়
যেভাবে বের করা যায়ঃ START>>RUN
তারপর টাইপ করুন ঃ eudcedit (সব গুলো আক্ষর ছোট হাতের)

Dr. Watson

এটা একটা windows repairing software
START>>RUN
drwtsn32

Media Player 5.1

ছোট একটা প্লেয়ার
START>>RUN
Mplay32

I-Express

নিজের  জন্য installers তৈরি করতে পারবেন
START>>RUN
iexpress
আরেকটা মজার জিনিস শেয়ার করব তা হল
Microsoft Word খুলুন এবং টাইপ করুন
=rand(200,99) দেখুন কি হয়

Hack Password of any Operating System

Hack Password of any Operating System


One thing any hacker should know is how to hack into login account of any operating system. Major Operating Systems that are used these days are Windows, Linux and Mac. So today I will show you how to hack into these Operating Systems. Are you curious how easy it is for someone to gain access to your computer? If so, read on to see the technique one might use to figure out your computer password.

Windows

Windows being very popular has a lot of programs available which can be used to hack the login password. One of the most successful  program is Ophcrack, and it is free. Ophcrack is based on Slackware, and uses rainbow tables to solve passwords up to 14 characters in length. The time required to solve a password? Generally 10 seconds. The expertise needed? None.
Simply download the Ophcrack ISO and burn it to a CD (or load it onto a USB drive via UNetbootin). Insert the CD into a machine you would like to gain access to, then press and hold the power button until the computer shuts down. Turn the computer back on and enter BIOS at startup. Change the boot sequence to CD before HDD, then save and exit.
The computer will restart and Ophcrack will be loaded. Sit back and watch as it does all the work for your. Write down the password it gives you, remove the disc, restart the computer, and log in as if it were you own machine.
You can download OphCrack from the following link:
http://ophcrack.sourceforge.net/

Linux

Linux is an operating system which is quickly gaining popularity in mainstream, but not so common that you’re likely to come across it. Though Mac and Linux are both based on Unix, it is easier to change the password in Linux than it is OS X.
To change the password, turn on the computer and press the ESC key when GRUB appears. Scroll down and highlight ‘Recovery Mode’ and press the ‘B’ key; this will cause you to enter ‘Single User Mode’.
You’re now at the prompt, and logged in as ‘root’ by default. Type ‘passwd’ and then choose a new password. This will change the root password to whatever you enter. If you’re interested in only gaining access to a single account on the system, however, then type ‘passwd username’ replacing ‘username’ with the login name for the account you would like to alter the password for.

Mac

Finally we take on Mac’s OS X which as we said earlier is based on Unix and is difficult to change password compared to Linux but nothing is  impossible to be hacked.
The easiest method would be to use Ophcrack on this also as it works with Mac and Linux in addition to Windows. However, there are other methods that can be used, as demonstrated below.
If the Mac runs OS X 10.4, then you only need the installation CD. Insert it into the computer, reboot. When it starts up, select UTILITIES > RESET PASSWORD. Choose a new password and then use that to log in.
If the Mac runs OS X 10.5, restart the computer and press COMMAND + S. When at the prompt, type:
fsck -fy
mount -uw /
launchctl load /System/Library/LaunchDaemons/com.apple.DirectoryServices.plist
dscl . -passwd /Users/UserName newpassword
That’s it. Now that the password is reset, you can login.

একের ভিতরে অনেক গুলো হ্যাকিং সোফট ফ্রী ডাউনলোড করুন

একের ভিতরে অনেক গুলো হ্যাকিং সোফট ফ্রী ডাউনলোড করুন


আগেয় যেটা বললাম সেটাই আবার বলি, যতদিন হ্যাকিং ক্লাশ শুরু না হয় ততদিন সবাই এই টুলস গুলো নারা চারা করে হ্যাকিং লাইনে স্মার্ট হতে থাকুন। একদম আনারি হলে তো আর হ্যাকিং শিখা যাবে না। তাই না?আজকের এই টুলস গুলো খুব ই ডেন্জারাস টাইপ এর। মেলা কিছু করা যায় এই টুলস গুলো দিয়ে। টুক টাক বুঝতে হবে নিজে নিজে। যাই হোক আজকে একটা কালেকশন দিলাম এখানে বেশ কিছু টুলস পাবেন। সব গুলো এক সাথে দেয়া আছে সাইজ মাত্র ৩০ মেগা। সো, প্রবলেম হবার কথা নয়। আরেকটা কথা বলে নেই এখানে বেশ কিছু ভাইরাস শো করতে পারে, যে কনো হাকিং টুলস, ক্রেকিং ও পেচিং টুলস গুলোকে এন্তি ভাইরাস ভাইরাস হিসাবে দেখে, কারন এগুলো বে-আইনি। যাই হোক আপনার এভি বন্দঃ করে পরে ডাউনলোড করুন।


Download links:

একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা

একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা
আমরা যারা মোবাইল বা মডেম দ্বারা ইন্টারনেট ব্যবহার করি তারা চাইলে অনান্য লোকাল কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারি। ধরি আপনার কম্পিউটারটি আরো দুটি কম্পিউটারের সাথে ল্যানের সাহায্যে সংযোগ স্থাপন করা আছে। আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন আপনি চাইলে অনান্য কম্পিউটারগুলোতেও ইন্টারনেটের সংযোগ দিতে পারেন শেয়ার করে। এতে অবশ্য গতি কিছুটা কমে যাবে।এজন্য আপনি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস দেখে নিন। ধরি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস হচ্ছে ১৯২.১৬৮.১.১২।
 একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা | Techtunes
 একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা | Techtunes
প্রথমে আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ স্থাপন করুন। এরপরে সিস্টেম ট্রেতে থাকা উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন। অথবা Control Panel থেকে Network Connections এ গিয়ে উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন একটি স্টেটাস উইন্ডো আসবে। এবার General ট্যাবে থেকে Properties বাটনে ক্লিক করুন তাহলে প্রোপার্টিস উইন্ডো আসবে। এবার Advance ট্যাবে ক্লিক করে Internet Connection Sharing অংশে Allow other network users to connect through this computer’s internet connection চেক (যদি আপনার একাধিক লোকাল এরিয়ার সংযোগ থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে আপনি কোন লোকাল এরিয়াতে ইন্টারনেট শেয়ার দিবেন, আপনি আপনার পছন্দেরটি নির্বাচন করবেন।) করে Ok করুন। তাহলে Network Connections এর পরপর তিনটি ম্যাসেজ আসবে যেগুলোতে ধারাবাহিক ভাবে Ok Yes Ok করুন। এখন দেখুন আপনার কম্পিউটারের লোকাল আইপি পরিবর্তন হয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।
 একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা | Techtunes
এখন আপনি লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১ পরিবর্তন করে পূর্বের আইপি ১৯২.১৬৮.১.১২ দিন এবং Ok করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই কম্পিউটারের লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার Default gateway এর আইপি এড্রেস হিসাবে ১৯২.১৬৮.১.১২ লিখুন। এরপরে Use the flowing DNS server addresses অপশন বাটন চেক করে Preferred DNS server এর আইপি এড্রেস হিসাবেও ১৯২.১৬৮.১.১২ লিখে Ok Ok Ok করুন।
এবার দেখুন আপনার এই কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ এসেছে। এভাবে আপনি অন্য আরেকটি কম্পিউটারে সংযোগ নিতে পারনে। ব্রডব্যান্ডের সংযোগও এভাবে শেয়ার করে ব্যবহার করা যাবে।