Thursday, February 03, 2011

যাদু শিখুন -০১ (ছবির মাঝে লুকিয়ে রাখুন ফাইল,কনো SOFTWARE লাগবে না)



মনে করেন যেকনো একটি ছবির মাঝে যদি লুকিয়ে রাখুন আপনার যেকনো ফাইল, কেমন হবে?তাও আবার মাত্র ১মিনিটে।তাও আবার কনো সোফটওয়ার ছারা।সেই ফাইল আপনে ছারা কেউ দেখবে না সবাই ক্লিক করে অপেন করলে নরমাল ছবিটা দেখবে।কি মনে করছেন আমার মাথার তার ছিরে গেছে?
ওকে চলেন তাহলে দেখি কাহিনিটা কি—►
|
|
নোট:-
মনে করেন আমি যেই ফাইলটা লুকাবো তার নাম idman.exe আর যেই ছবিটার মাঝে লুকাবো তার নাম দিলাম pudina.jpg
১। এখন idman.exe ফাইলটা রাইট ক্লিক করে add to archive দিন নতুন window আসবে ওখানে archive name এ লিখুন
idman.exe.rar
তারপর OK দিন।
২।run এ যান টাইপ করুন আপনার ফাইল এর লোকেসন। যেমন আমার ফাইলটা আছে D drive এ, তাই আমি লিখবো D: লিখে enter দিন
৩। এখন লিখুন -
copy /b pudina.jpg + idman.exe.rar pp.jpg
লিখে enter দিন।
৪। এখন খেয়াল করুন একটা ফাইল create
হয়েছে। D drive এ নাম pp.jpg এটাই হলো আপনার সেই ছবি, এটার ভিতরে idman ফাইলটা লুকানো আছে। যে কেউ অপেন করলে ছবি দেখবে কিন্তু আপনে শুধু দেখবেন আসল ফাইলটা।কিভাবে? রাইট ক্লিক করে open with এ ক্লিক করে winrar দিয়ে অপেন করুন।
নোট:- pp.jpg ফাইলটা রেখে ঐ ২টা ফাইল মুছে ফেলুন।

0 comments: