Thursday, February 03, 2011

উইনডোজ ৭ এর স্টার্ট বাটন চেঞ্জ করুন ফ্রী…!!



এর আগের পোষ্টে ভাইরাস বানানোর কোড দিয়েছিলাম। এবার আসলেই একটি সুন্দর সফট দিচ্ছি।
আজকাল অনেকেই উইন৭ ইউজ করেন। যারা এর ডিফল্ট স্টার্ট বাটন দেখে দেখে বিরক্ত তাদের জন্যই এই সফট। "উইন ৭ স্টার্ট বাটন চেঞ্জার" নামের ৭০০ কিলোবাইটের ছোট্ট এই সফট দিয়ে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন স্টার্ট বাটন। প্রথমেই এখান থেকে সফটটি ডাউনলোড করুন ঃ http://www.thewindowsclub.com/windows-7-start-button-changer-released
এরপর এক্সট্র্যাক্ট করে .exe ফাইলটিতে রাইট ক্লিক করে ' run as administrator' এ ক্লিক করুন।ওপেন হওার পর দেখবেন 'select & change start button' লেখার পাশে স্টার্ট বাটনের লোগো আছে। ওইটাতে ক্লিক করে আপনার ইচ্ছা মত বাটন সিলেক্ট করুন। ব্যাস হয়ে গেল। এই সফটের সাথে ১০ টি স্যাম্পল বাটন দেয়া আছে। আর গুগল মামার কাছে আবদার করলে আরও হাজার হাজার বাটন দিয়ে দিবে।

0 comments: