Thursday, February 03, 2011

SPEED UP KORUN>>> আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে?



 আপনে হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে। এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট কারা জন্য রিসার্ভ করে রাখে, সেই জন্য আপনি বন্চিত হচ্ছেন ২০% কানেক্শন থেকে।কি আজব তাই না? তবে Microsoft আমাদেরকে বোকা মনে করলেও আমরাতো এত বোকা না, তাই না?
তাহলে চলেন, ফিরিয়ে আমি ২০% ব্যান্ডউইড।
১। Click – Run
Type – gpedit.msc
২। তারপর group policy editor অপেন হবে. তারপর এখানে যান -
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler
৩।এখন ডান পাশে খেয়াল করুন এখানে ডাবল ক্লিক করুন “Limit Reservable bandwidth”. এখানে দেয়া আছে “is not configure”
এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন “ENABLE reservable bandwidth” এখন 0 দিয়ে দিন . তাহলে আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবে না। সব বন্ধ করে বের হয়ে আসুন। নিভের ছবি দেখুন আরো ক্লিয়ার লাগবে।
641832a87f6eb354ba2e68526eca15bb আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে? | Techtunes
কাজ হয়ে গেছে,সাবাই ভালো থাকুন পাশে থাকুন।
এযপলেইনে গেলে নিচের ছবির মত দেখতে পারবেন, ওখানেই সব বলা আছে, তাই আমাকে না বিশ্বাষ করলেও ওখানে দেখে নিতে পারেন।
e4d3986264f97ae985f39b4f4c7da11a আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে? | Techtunes

0 comments: