
আমার মত যারা গান প্রেমী মানুষ আছে তারা অনেকটা সময় ঘুরে বেরায় প্রিয় গানটি নিজের করে রাখতে। অনেক পুরনো গান আছে যেগুলো সাধারনত পাওয়া যায় না, বিশেষ করে ইংলিশ গান গুলো। কিন্তু youtube এর বিশাল ভান্ডারে পাওয়া যায় না এমন গান কম ই আছে। কিন্তু এখানে পেলেও সব ভিডিও দেখে অনেকটা আমার মত হতাশ। কারন যারা প্রোগরামিং করেন তাদের পিসিতে কনো ভাবেই লোড দেয়া যায় না। তাই ভিডিও চালিয়ে রাখা তো পসিবল ই না। তাই আজকে মজার একটা ট্রিক্স নিয়ে আসলাম। youtube থেকে কনো সোফটয়্যার ছারাই এখন থেকে mp3 ফরমেটে।
চলুন শুরু করি-
১। প্রথমে আপনার কাংখিত youtube ভিডিও টি বের করুন যেটা আপনে ডাউনলোড করতে চান।
২। তারপর ভিডিও অন হলে উপরের লিংক টা কপি করুন নিচের ছবিতে মার্ক করে দিলাম

৩।
এখন এখানে ক্লিক করে এই সাইটে ঠুকে যেই লিংকটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দিন আগের একটা বাই ডিফল্ট লিংক থাকবে সেটা মুছে দিন। তারপর Convert এ ক্লিক করুন নিচের ছবির মত।

৪। কনভার্ট শেষ হলে নিচের ছবির মত দেখা যাবে। ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। কনভার্ট হতে ৩/৪ মিনিট লাগে একটা ৫মিনিটের গান।

0 comments: